প্রস্তাবিত বাজেটের ১ টি বড় সিদ্ধান্ত চূড়ান্ত বাজেটে পরিবর্তন হল



প্রস্তাবিত বাজেটের ১ টি বড় সিদ্ধান্ত  চূড়ান্ত বাজেটে পরিবর্তন হল

প্রস্তাবঃ  শেয়ার বাজার, রিয়েল এস্টেট, ব্যাংকে জমাকৃত অর্থ, সঞ্চয়পত্র ইত্যাদি খাতে আগামী বছর অপ্রদর্শিত অর্থ কোনো জরিমানা ছাড়া শুধু ১০% ট্যাক্স দিয়ে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। রিয়েল এস্টেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ গত বছরেও ছিল যা এই বছরেও বহাল রাখা হয়েছিল। তবে শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ৩ বছর টাকা লক-ইন রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।   

এতে করে শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু অন্য খাত গুলোতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে লক-ইন সম্পর্কিত কোন শর্ত ছিল না।   

চূড়ান্ত বাজেটে সিদ্ধান্তঃ শেয়ার বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে লক-ইন এর শর্ত শিথিল করা হয়েছে। অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে ৩ বছর লক-ইন রাখার যে শর্ত দেওয়া হয়েছিল, তা কমিয়ে ১ বছর করা হয়েছে।    

Youtube Channel Link: https://www.youtube.com/financeschool      

Facebook Page Link: https://www.facebook.com/fsclbd    

Facebook Profile Link: https://www.facebook.com/Shihab.Alam.Khan

Post a Comment

0 Comments